মোঃ শাহীন, টেকনাফ
টেকনাফে ৩৩০ বিদেশী (আন্দামান) ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার বিকাল ৪ টার দিকে সদর ইউনিয়নের কেরুনতলী স্থলবন্দের পাশের খাল থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লে. ডিকসন চৌধুরী জানান, শনিবার বিকালে মিয়ারমার থেকে বিয়ারের একটি চালান টেকনাফ স্থলবন্দর দিয়ে ঢুকছে এমন খবর পেয়ে তার নেৃতত্বে কোস্টগার্ডের একটি টহল দল কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এসময় একটি বস্তা উব্ধার করা হয় । ওই বস্তা থেকে ৩৩০ ক্যান আন্ডামান বিয়ার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১লাখ ৬৫ হাজার টাকা জানা যায়। এসব বিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।