বিশেষ সংবাদদাতা
উখিয়া উপজেলা ছাত্রলীগ নেত্রী রুমানা তসলিমার একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। ওই নেত্রী হঠাৎ করে ফেইসবুকে নিজেকে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকপ্রার্থী হিসাবে ঘোষনা দিয়েছেন। তার এ ঘোষনার পর থেকে সর্বত্র ব্যাপক অালোচনা শুরু হয়েছে।
বিশেষ করে কক্সবাজারের ইতিহাসে রুমানায় একমাত্র নারী, যিনি সাহসীকতার সাথে নিজ থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার ঘোষনা দিয়েছেন। তাই স্বাভাবিক ভাবে তিনি কেন্দ্রীয় ও জেলা নেতাদের অানুকূল্য পাবেন, এমনটি মনে করছেন অনেকেই।
এদিকে তার এ ঘোষনার পর থেকে উখিয়া ছাত্রলীগের নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ।
পাঠকদের জন্য রুমানা তসলিমার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
জেলা ও উপজেলা ছাত্রলীগের সম্মানিত নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীবৃন্দ, আসসলামুআলাইকুম। আমি উখিয়া উপজেলা ছাত্রলীগের একজন দায়িত্বশীল সক্রিয় নেত্রী। আমি প্রাণের এ সংগঠনের জন্য আরও বেশী কাজ করার সুযোগ চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন ও ছাত্রলীগের রাজনীতিকে উখিয়ায় শক্তিশালী ও সুসংগঠিত করতে একজন রাজনীতি সচেতন ও শিক্ষিত নারী হিসাবে নিজেকে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করছি। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, দেশরত্ন শেখ হাসিনা সংগঠন ও সরকারের প্রত্যেকটি কাজে নারীদের অগ্রাধিকার দিচ্ছে দেখে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার সাহস করেছি। তাই আর নয় সংকোচ,আর নয় লজ্জা,আর নয় অসস্বি,আর নয় পিছিয়ে পড়া, আর নই মিস করা…এইবার নারীরা ও এগিয়ে যেতে চাই সামাজিক ও রাজনীতিক প্রতিটি ক্ষেত্রে…এগিয়ে গিয়ে বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে চাই।দেশকে আরো এগিয়ে নিতে চাই।
আমি আপনাদের আন্তরিক সহযোগিতা, সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।