প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশের মানবসেবার সুপরিচিত প্রতিষ্ঠান হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চিকিৎসা সেবায় অন্যন্য অবদান রাখা হোপ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. ইফতিখার মাহমুদের মহিয়সী মা আসিয়া বেগমের মৃত্যুতে হোপ ফাউন্ডেশন ও হোপ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে ফাউন্ডেশন’র কান্ট্রি ডাইরেক্টও জিএম ফেরদৌসজ্জামান, কো-অর্ডিনেটর রাকিবুল হক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর শওকত আলীসহ কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করে এই বাণী দেন।
শোকপ্রকাশকারীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ইফতিখার মাহমুদের মহিয়সী মা আসিয়া বেগম রোববার সকাল ৭টায় কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়াস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর স্বামী জহির উদ্দীন আহমদ সাবেক সরকারি কর্মকর্তা এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে হোপ ফাউন্ডেশন ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।