মো. নুরুল করিম আরমান, লামা:
সাম্প্রতিক সময়ে উজান থেকে নেমে আসা সৃষ্ট পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছে বান্দরবানের লামা পৌরসভা। রবিবার দুপুরে ত্রাণ বিতরণ উদ্ভোধন করেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল। এতে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, বান্দরবান জেলা পরিষদের সাবেক আবু মুসা ফারুকী উপস্থিত ছিলেন।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, সারাদেশে দুর্গত মানুষদের পাশে থেকে সরকারের মন্ত্রী এমপিরা সহায়তা করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বিপর্যস্ত মানুষের পাশে থেকে তাদের সুখ-দু:খের ভাগি হচ্ছেন। বক্তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে এনজিওগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্থদের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে। ইতোমধ্যে ইউএনডিপি কর্তৃক ক্ষতিগ্রস্থদের বিভিন্ন ক্যাটাগরিতে ত্রাণ সহায়তার কাজ শুরু হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।