টাকার অভাবে থেমে যাচ্ছে চিকিৎসাও
জালাল আহমদ, ঢাকা থেকে: দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফিরোজের শিক্ষা জীবন থেমে গেছে। টাকার অভাবে থেমে যাচ্ছে তার চিকিৎসাও। সুস্থ হয়ে সে দেশ ও জাতির সেবা করতে চায়। বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের হেমাটোলজি বিভাগে ডাঃ সালাহ উদ্দিন এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত দুই বছর পর্যন্ত ভারত এবং বাংলাদেশে চিকিৎসায় তার খরচ হয়েছে ১৪ লক্ষ টাকা এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সম্পন্ন করতে তার আরো ৬ লক্ষ টাকা দরকার। ফিরোজ আহমদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশ খালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বড়ুম ছড়ায়।তার বাবা মো: হামিদুল্লাহ একজন গরিব বর্গাচাষী।মা মনোয়ারা বেগম একজন গৃহিণী।ফিরোজ বাঁশখালী ড়িগ্রী কলেজে ডিগ্রীতে অধ্যয়নরত।ফিরোজের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তার পিতামাতা ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়েছে।তার চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবান,ধনাঢ্য ও হৃদয়বান ব্যক্তিবর্গের কাছে উদাত্ত আহবান জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,বাঁশখালী শাখা,

একাউন্ট নাম্বার – ২১৮৩১।

বিকাশ নাম্বার( পার্সোনাল)- ০১৮৮১০১৮২৮৫,

ডাচ বাংলা ( পার্সোনাল)- ০১৮৮১০১৮২৮৫৭।