আবদুল্লাহ আল আজিজ :
উখিয়ায় মায়ের সাথে অভিমান করে শামশুল আলমের পুত্র নুরুল বশর (২২) বিষপানে আত্মহত্যা করেছে। রোববার (১৬ জুলাই) বিকালে উপজেলার তেলখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় আবদুল করিম জানান , নুুুরুল বশর তার মায়ের নিকট ২০০ টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যার কথা বলে বাড়ী হতে বের হয়ে কিছুক্ষণ পর পার্শ্ববর্তী তারই আপন বড় ভাই বদিউর রহমানের বাড়ীতে প্রবেশ করে সাথে সাথে বিষপান করলে তাৎক্ষনিক উখিয়া সদর হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয় স্বজনেরা। কর্তব্যরত ডাক্তার প্রাণপন চেষ্টা করেও তাকে বাচাঁতে পারেনি। অবশেষে রাত ৯ টার সময় ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। লাশ উখিয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য তোফাইল আহমদের যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।