সাপের দংশনের শিকার এক রোগী নিয়ে সদরপুর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েছে একটি অ্যাম্বুলেন্স। ডাকাতরা অ্যাম্বুলেন্সে থাকা রোগী হিরা আক্তার (১৬) ও তার স্বজনদের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন কেড়ে নিয়েছে। এ সময় অসুস্থ হিরার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শনিবার রাত ২টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ল্যাংড়ার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরা আক্তার সদরপুর উপজেলার কৃষষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামের আবদুল মান্নান মিয়ার মেয়ে।
আবদুল মান্নান জানান, শনিবার রাত ১২টার দিকে তার মেয়ে হিরাকে বিষধর একটি সাপ দংশন করে। এরপর তাকে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানে হিরার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সে অনুযায়ী হিরাকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর নেওয়ার পথে ডাকাতের কবলে পড়েন তারা।
তিনি আরও জানান, ডাকাতরা লাঠি দিয়ে পিটিয়ে তার অসুস্থ মেয়েকে হত্যা ও অপর পাঁচজনকে আহত করে তাদের সর্বস্ব কেড়ে নেয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।