সিবিএন:
চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কন্ঠ ও দৈনিক আজাদীর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশ ফেয়ার হেলথ ক্লিনিকে ডাক্তার প্রফেসর পিবি রায় এর তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার হয়।
এর আগে এপেন্ডিসাইটিস আক্রান্ত হলে রবিবার রাতে সাংবাদিক ছোটনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সাংবাদিক ছোটন কান্তি নাথের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান কালের কণ্ঠের সাব-এডিটর রশিদ মামুন, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর, সিবিএন এর লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলাম।
তারা অসুস্থ ছোটনের সার্বিক খোঁজ নেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
এসময় সঙ্গে ছিলেন ছোটনের স্ত্রী জুবলি নাথ, ভাগিনা স্বাধীন মঞ্চের সদস্য সুমন দাশ, চাচাতো ভাই উৎসব চৌধুরী।