ডেস্ক নিউজ:
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব ও জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ গ্রুপের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত খালেদ আহমদ লিটু (২৩) পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।
নিহত খালেদ আহমদ লিটুসিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, গুলি ছাত্রলীগ কর্মী খালেদের মাথায় লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। আধিপত্য বিস্তার নিয়ে পল্লব ও পাভেল গ্রুপের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ জানান, বিয়ানীবাজার সরকারি কলেজে বহিরাগতদের হামলায় ছাত্রলীগ কর্মী খালেদ নিহত হয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।