প্রেস বিজ্ঞপ্তি :
বর্তমানে বেসরকারী শিক্ষক কর্মচারীদের বেতন হতে ১০% কর্তন করার প্রতিবাদে করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা টিসার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে প্রফেসর রফিকুল আলম ও মোজাম্মেল হক। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুব আলম, অধ্যাপক আবদুল মালেক, অধ্যাপক আমানুল্লাহ কাজল, অধ্যাপক শেখ আজম, অধ্যাপক আবদুল হাকিম, অধ্যাপক আবদুর রহিম, অধ্যাপক সেলিম নেওয়াজ, অধ্যাপক ছৈয়দ হোছাইন, অধ্যাপক জেবুন্নেছা চৌধুরী, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক এনামূল হুছাইন, অধ্যাপক ফাহমিদা খানম, অধ্যাপক রমিজ আহমদ, অধ্যাপক তৈয়ব তাহের, অধ্যাপক রেজাউল করিম ও মাষ্টার হেলাল উদ্দিন, মাষ্টার নজির আহমদ, মাষ্টার ওমর হাকিম প্রমুখ।
বিবৃতিতে উল্লেখ্য করেন, ইতোপূর্বে বেসরকারী শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা হতে মোট ৬% কর্তন করা হতো বর্তমানে তা বাডিয়ে মোট ১০% কর্তন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে সারা বাংলাদেশ “বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশন কক্সবাজার(বিএমজিটিএ)” এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাইয়া আসছে। এর অংশ হিসেবে কক্সবাজার জেলা বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই রকম সিদ্ধান্ত হতে সরিয়া আসার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।