আবদুর রহিম সেলিম, উখিয়া :

উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন  ও কলেজর অভ্যন্তরে পানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থা এতই চরম পর্যায়ে গেছে যে, অধ্যয়নরত প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা প্রাকৃতিক কাজ বাধ্য হয়ে অন্যত্রে গিয়ে  সারতে হয়। এ ঘটনা নিয়ে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে দ্রুত পানি সংকট নিরসনসহ ছাত্র-ছাত্রীদের খাবারের জন্য নুন্যতম কোন ধরনের ক্যান্টিন বা হোটেল রেস্তুরা নির্মাণের দাবী জানিয়ে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আমিন টিপু’র নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্রুত এ দাবী বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি। এ ছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের বিরাজমান সমস্যা সমাধান কল্পে কলেজ কর্তৃপক্ষকে আন্তরিকতার সহিত বাস্তবায়নের দাবী জানান। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ফজলুল করিম বলেন, ছাত্র-ছাত্রীদের সুনির্দিষ্ট দাবী সম্বলিত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে পরবর্তি পর্যায়ে তা বাস্তুবায়নের অঙ্গীকারবদ্ধ।