তুমি আসিও

প্রকাশ: ১৮ জুলাই, ২০১৭ ০১:২২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


শফিউল্লাহ নান্নু

অজানা আকাশে

আজ নীলে নীলে ইচ্ছেরা মেলেছে ডানা

শুভ্রমেঘে রোদের ছায়ায় উড়ার পথে

স্বপ্নেরা দিয়েছে হানা।

বসন্তে নয় এই যেন হয়

তোমাকেই ভালোবাসি

তাই বাড়িয়েছি দু’হাত,

তুমি আসিও-

তুমি আসিও এই ঘন বরষায়….