শফিউল্লাহ নান্নু
অজানা আকাশে
আজ নীলে নীলে ইচ্ছেরা মেলেছে ডানা
শুভ্রমেঘে রোদের ছায়ায় উড়ার পথে
স্বপ্নেরা দিয়েছে হানা।
বসন্তে নয় এই যেন হয়
তোমাকেই ভালোবাসি
তাই বাড়িয়েছি দু’হাত,
তুমি আসিও-
তুমি আসিও এই ঘন বরষায়….
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।