শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন পোকখালীতে স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত করেছেন এলাকাবাসী। ১৮ জুলাই মঙ্গলবার সকাল ৭টায় স্থানীয় চেয়ারম্যান রফিক আহমদের সার্বিক সহযোগিতায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম. ফিরোজ উদ্দীন খোকার উদ্যোগে। ৬০/৭০ জন স্থানীয় সচেতন ব্যক্তি এ মহৎ কাজে অংশ নেয়। জানা যায়, বিগত ৩ এপ্রিল থেকে সপ্তাহ খানেক ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি উপচে পড়ে ইউনিয়নের মধ্যম পোকখালী ফকির পাড়া মৌলভী নাছির আহমদের বাড়ী সংলগ্ন এলাকায় প্রায় ২শ ফুট বেড়ীবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। দিন দিন উক্ত বেড়ীবাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় জেলা ছাত্রলীগ নেতা ফিরোজ উদ্দীন খোকার উদ্যোগে সচেতন এলাকার লোকজন ও স্থানীয় স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি ও তরুণ সংগঠন নামের ২টি সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন। জেলা ছাত্রলীগ নেতা ফিরোজ উদ্দীন খোকা জানান, ঝুঁকিপূর্ণ ঐ বেড়ীবাঁধটি ভেঙ্গে গেলে ইউনিয়নের অর্ধ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে যেত। ফকির পাড়া, কমলা পাড়া, আবুল ফজল পাড়া, ছমিউদ্দীন পাড়া, সিকদার পাড়া, উত্তর পাড়াসহ অন্তত আরো ৬/৭টি গ্রাম প্লাবিত হওয়ারও সম্ভাবনা ছিল। এমনকি নষ্ট হয়ে যেত ফসলী জমি, ধানী জমিসহ বিভিন্ন জনের পুকুর ও প্রজেক্ট। বেড়ীবাঁধের এমন পরিস্থিতি দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করা হলে তিনি নিজেও এলাকার সর্বসাধারণকে নিয়ে বেড়ীবাঁধ মেরামতে অংশ নেন বলে জানান খোকা। এরকম মহৎ কাজে অংশ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছে এলাকার লোকজন।