সোয়েব সাঈদ, রামু:

রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কার ১ যুগপূর্তি উপলক্ষে মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই সৌদি আরবের মক্কা তাইছির শহরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান রামুর সৌদি প্রবাসীদের উপস্থিতিতে আনন্দ মুখরিত হয়ে উঠে।

রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কার সভাপতি মো. আবদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবছার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি সাহাব উদ্দিন, সদস্য সুলতান আহমদ, নাছির উদ্দিন, মনছুর, মোমেনুর রশিদ, জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, নুরুল আলম, ছুরুত আলম প্রমূখ।

অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, রামু প্রবাসীরা উপস্থিত ছিলেন। মেজবান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার পান সামসুদ্দিন।

মিলনমেলা ও মেজবান অনুষ্ঠানে বক্তারা বলেন, রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা সংগঠনের সদস্যদের স্বাভলম্বী করা ও তাদের বিরাজমান সমস্যা নিরসনের পাশাপাশি জনকল্যাণকর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। সংগঠনের সকল প্রক্রিয়া সুন্দর ও স্বচ্ছতার সাথে করার পাশাপাশি এ সংগঠন রামু-কক্সবাজারের গরীব, অসহায়, বন্যার্ত মানুষের জন্য অবদান রেখে যাচ্ছে। আগামীতে এ সংগঠন রামু উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। এজন্য রামু প্রবাসী ও দেশের সকল মানুষের সহযোগিকতা কামনা করা হয়।