একটি মিছিল

প্রকাশ: ২০ জুলাই, ২০১৭ ০৩:৪৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


শিপ্ত বড়ুয়া 

আমি মিছিলের স্বপ্ন সারথি,
তুমি রাইফেলের বুলেট ছোঁড়ার হাত।

আমি মিছিলের স্লোগান দেওয়া কণ্ঠস্বর
তুমি সেই মিছিল থামানোর বাঁশির ঠোঁট।

আমি রাজপথে লাশ হয়ে পড়ে থাকা উদ্যম জনতা,
তুমি আমাকে বিদ্ধকারী পোশাক পড়া আমলা।

আমি মানুষের ঘুম ভাঙা মিছিলের কবি,
তুমি হলে সে, যে মিছিল থামানো নারী।

[শিপ্ত বড়ুয়া, শিক্ষার্থী- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি]