আব্দুল মালেক :
“দখিনা সিজেকেএস আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭”
গত ১৮ জুলাই প্রথম সেমিফাইনালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম ফাইনাল দল হিসেবে নিশ্চিত করে আইআইইউসি। আজ ২০ জুলাই সন্ধা ৬ ঘটিকায় দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে সাদার্ন বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশ।
খেলার শুরু থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। হালকা বৃষ্টি আবার মাঝে মাঝে বৃষ্টির ভারিবর্ষণ। বৃষ্টির পানিতে যেন এম এ আজিজ স্টেডিয়াম একটি সুইমিংপুল। বৃষ্টির কারণে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি একঘন্টা বিলম্বে শুরু হয়েছে। মাঠের এক প্রান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল টিম। আবার অন্যদিকে সাদার্ন বিশ্ববিদ্যালয় ফুটবল টিম।
গ্রুপ-বি, মা ও শিশু মেডিকেল কলেজকে ১১ গোল এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিকে ০৯ গোলে পরাস্থ করে গ্রুপ চ্যাম্পিয়ন দল হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেমিফাইনালে উঠে। অন্যদিকে ইস্ট ডেল্টার সাথে ড্র করে, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে ০২ গোলে জয়ে, আইআইইউসি’র সাথে ০২ গোলে হেরে গ্রুপ-এ থেকে রানার্স-আপ দল হিসেবে সাদার্ন বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে। উক্ত সেমিফাইনাল খেলা শুরু হওয়ার পাচঁ মিনিটের মধ্যে গোলের সুযোগ থেকে বঞ্চিত হয় সাদার্ন একাদশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোলকিপার দক্ষতার সাথে বলটি প্রতিহত করেন। ঠিক তার কিছুক্ষণ পরে সাদার্ন বিশ্ববিদ্যালয় ১৭ নং জার্সি পরিহিত খেলোয়াড়ের তার ডান পায়ের দুর্দান্ত এক শুটে ০১ গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সাদার্ন। অপর দিকে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে বৃষ্টির বর্ষণও বেড়ে যায়। চলছে খেলা ভেজা মাঠে। দু’দলই এগিয়ে যাওয়ার লড়ায়ে মহা ব্যস্ত। সাদার্ন গোল পোষ্টের সামনে জমিয়ে থাকা পানিতে বল অাটকালে উভয় দলের খেলোয়াড়রা একে অন্যকে পরাস্থ করতে গিয়ে রেফারীর বাঁশি। তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন পেনাল্টি হয়েছে। মহা খুশিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশ। ৬২ মিনিটে পেনাল্টি পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে সমতায় ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১-১ গোলে সমতা নিয়ে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে সাদার্ন বিশ্ববিদ্যালয়। আগামীকাল ২১শে জুলাই সন্ধা ৬ টায় এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম vs সাদার্ন বিশ্ববিদ্যালয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।