মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রাম বিভাগের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রেষ্ঠত্বের আসন অধিকার অর্জন করায় পুরস্কৃত করছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০১৬ সালে জরুরী প্রসূতি সেবায় বিশেষ অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন প্রতিষ্ঠানটি। চিটি পেয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী।
গত রোববার(১৬ জুলাই) বেলা ১১টায় ঢাকার সোনারগাঁও হোটেলের বলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ পুরস্কার হস্থান্তর করেন। পুরস্কার পেয়ে ডাঃ ফজলে রাব্বী এ প্রতিবেদককে বলেন,হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ,স্বাস্থ্য সেবাদানকারী সকল এনজিও,সকল মিডিয়া কর্মী ও হাটহাজারীর আপামর জনসাধারণ সার্বিক সহযোগিতায় আজকের এই অর্জন।
এ দিকে সফলতার পিছনে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বীর অবদান এবং পাশাপাশি হাসপাতালের কর্মরত সকল চিকিৎসক ও কর্মচারীদের অবদান। এতে সবাইকে অভিনন্দন জানান হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থরের মানুষ। আগামীতে এই হাসপাতালে স্বাস্থ্য সেবা আরো উন্নত হতে পারে সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান হাটহাজারীবাসী।