জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে কলেজের চেয়ে মাদরাসা এগিয়ে। উপজেলা সুত্র জানায়, কলেজে ২৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯০জন পাশ করেছে। তার বিপরীতে ফেল করেছে ৯৭জন। পাশের হার ৬৬%। অন্যদিকে মাদরাসায় পর্যায়ে দেখা গেছে, ১৩০ পরীক্ষার্থীর মধ্যে ৯৭জন পাশ করেছে। এর বিপরীতে ফের করেছে ৩৩ জন। পাশের হার ৭৫%। প্রতিষ্ঠানওয়ারী দেখা গেছে, টেকনাফ ডিগ্রী কলেজ থেকে ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৩জন পাশ করেছে। এতে ৮৮জন ছাত্র/ছাত্রী ফেল করে। পাশের হার ৫৮.২৯%। মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে ৭৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭, ফেল করেছে ৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৯০.৫৪%। রঙ্গিখালী দা: উ: ফাজিল মাদরাসায় ৪৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৬ ফেল করেছে ৯ পরীক্ষার্থী। পাশের হার ৮০%। হ্নীলা শাহ মজিদিয়া ইসলামীয়া সি: মাদরাসায় ৫৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২ ফেল করেছে ১৩ ছাত্র/ছাত্রী। পাশের হার ৭৬.৩৬%। মৌলভীবাজার জমিরিয়া দারুল কোরআন সি: মাদরাসায় ৩০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯জন ফেল করেছে ১১ছাত্র/ছাত্রী। পাশের হার ৬৩.৩৩%।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।