প্রেস বিজ্ঞপ্তি :
বিগত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত এইচ.এস.সি (বিএম) পরীক্ষা’২০১৭ইং সালে প্রকাশিত ফলাফলে মহেশখালীর আলমগীর ফরিদ টেকনিক্যাল এণ্ড বিএম কলেজ অভাবনীয় ফলাফল অর্জন করেছে। অত্র কলেজ এ মোট পরীক্ষার্থী ছিল ৬৬ জন। ৬৬ জনের মধ্যে পাশ করেছে ৫৮ জন। পাশ্বের হার ৮৭.৮৭% প্রাপ্ত ফলাফলে দেখা যায় এ+ পেয়েছে ৩জন, এ গ্রেড পেয়েছে ৩২ জন, এ-গ্রেড পেয়েছে ১৬ জন, বি গ্রেড পেয়েছে ৭ জন, স্থগিত ৬ জন ও অনুপস্থিত ছিল ২ জন। কলেজের এমন চমৎকার ফলাফলের জন্য কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক এম.পি. আলমগীর ফরিদ, কলেজ সভাপতি, কলেজ পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে অধ্যক্ষ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।