এইচএসসি ও আলিম পরীক্ষায়….
এম আবু হেনা সাগর , ঈদগাঁও॥
সারা দেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর দু’শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিম পরীক্ষায় মাত্র ‘এ প্লাস’ পেল একজন। তবে জেলা সদরের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চলতি বছরের আলিম পরীক্ষায় ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তৎমধ্যে ‘এ প্লাস’ ১ জন সহ ১২৮ জন পাশ করে পাশে হার দাঁড়িয়েছে ৯০%। অপরদিকে ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ২৯১ জন অংশ নিয়েছিল। তৎমধ্যে ১১৯ জন পাশ করে পাশে হার দাঁড়িয়েছে প্রায় ৪১%। এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় ঈদগাঁওর দু’শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাএ ১জনের এ প্লাস নিয়ে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।