জালাল আহমদ,ঢাবি থেকে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ টি কলেজের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশী হামলার প্রতিবাদ ও ১২ শত শিক্ষার্থীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে আজ দুপুর একটায় ঢাবির কলাভবনের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।এ সময় ছাত্রনেতারা বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবহেলার কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না আবার রাস্তায় নেমে প্রতিবাদও করতে পারবে না। তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায়? অবিলম্বে শিক্ষার্থীদের দেয়া ৭ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান বক্তারা। এ সময় তারা গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে পুলিশী হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সরকারকে বহন করার আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী,ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স,ছাত্রফেডারেশনের কেন্দ্রীয় নেতা জাহিদ সুমন,তৌফিকুর রহমান, মাসুদ রানা,সালমান সিদ্দিক প্রমুখ।
ঢাবিতে পু্লিশী হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।