সংবাদদাতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মুহাম্মদ বরকত আলী বলেন বিশ্বের একটি অন্যতম সম্ভাবনার দেশ প্রিয় বাংলাদেশ। এদেশে প্রাকৃতিক সম্পদের পাশাপাশি রয়েছে বিপুল জনগোষ্ঠী। যাদেরকে যথাযথ পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারবো। এতে করে এসব জনসংখ্যা আমাদের দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না। অত্যাধিক জনসংখ্যার এ দেশের জন্যে যত বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ সহ বিভিন্ন পেশাজীবী দরকার তা আমাদের প্রয়োজনের তুলনায় কাংখিত নয়। আবার যেটুকু আছে তা দিয়ে দেশের মানুষ তাদের ন্যূনতম সেবা পাচ্ছে না। কেননা অফিস আদালতের সর্বত্র আজ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। জনগণের সুবিধার্থে সরকার রাস্তা, কালভার্ট, ব্রীজ, বড় বড় সরকারী দালান তৈরি করলেও সে সব কাজে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে কাঁদা মাটি ব্যবহার করে একাজে নিয়োজিত পদস্থ কর্মকর্তারা সাধারণ মানুষের জীবনের সাথে চরম উপহাস করছে। সরকারী অফিস গুলোতে ঘুষ, উৎকোচ ছাড়া এক টেবিলের ফাইল অন্য টেবিলে সহজে নড়া ছড়া করে না। প্রয়োজনীয় যোগ্য মানুষের অভাবে আমাদের লুকানো প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে পারছি না। তাই উচ্চ শিক্ষা গ্রহণ করে উন্নত ক্যারিয়ার গড়ার মাধ্যমে প্রত্যেক ছাত্রকে সম্ভাবনার প্রিয় বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির’র উদ্যোগে এইচএসসি/আলীম ফলপ্রার্থী ছাত্রদের ’ক্যারিয়ার গাইড লাইন’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি রোববার এসব কথা বলেন। নগর উত্তর শিবির সভাপতি তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এস কে সিকদার’র পরিচালনায় অনুষ্ঠানে গ্রুপ পর্বে বিভাগ ভিত্তিক আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন, ইংরেজি ও বাণিজ্য অনুষদের মেধাবী ছাত্ররা।