প্রেস বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আওয়ামী রাজনীতির কিংবদন্তী বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম সাবেক গণপরিষদ সদস্য চট্টগ্রাম আওয়ামী রাজনীতির অভিভাবক প্রবীণ আওয়ামীলীগ নেতা ইসহাক মিয়ার আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা ও প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বাণীতে উপাচার্য বলেন, এ বর্ষীয়ান রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনীতি অঙ্গনে যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে সমুন্নত রেখে দেশের যে কোন ক্রান্তিকালে এ অকুতোভয় রাজনীতিবিদ তাঁর বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব দিয়ে দেশ ও জাতিকে যে আলোর পথ দেখিয়েছেন জাতি তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।