এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজার জেলার লানিং এন্ড আর্নিং প্রজেক্টের ঈদগাঁওতে এলইডিপি মেন্টরিং সেন্টারের জমকালোভাবে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এ সময় উক্ত প্রজেক্টের জেলার বিভিন্ন উপজেলা হতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
২৪ জুলাই সকাল এগারটার দিকে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের লানিং এন্ড আর্নিং প্রজেক্ট স্টুডেন্ট মিটআপ ও মেন্টরিং সেন্টার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান। তিনি বলেন- লানিং এন্ড আর্নিং প্রজেক্টে প্রশিক্ষিত হয়ে যুব সমাজকে দক্ষ হিসাবে গড়ে তোলা সরকারে অভিষ্ঠ লক্ষ্য বাস্তবায়নে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর ছিদ্দিক, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, লানিং এন্ড আর্নিং প্রজেক্ট চট্টগ্রাম ও সিলেট ডিভিশনের প্রধান সমন্বয়ক ইকরাম।
ইকরাম বলেন, ট্রেনিং সম্পন্ন হয়ে যাওয়ার পরও যারা এখনও ইনকামে যেতে পারেনি, তাদেরকে এক্সপার্টদের তত্ত্বাবধানে রেখে প্রশিক্ষণপ্রাপ্ত সকলের অনলাইন হতে আয় নিশ্চিত করার জন্য ৩মাসের মেন্টরিং ক্লাশের ব্যবস্থা করা হয়েছে।
উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ এরফান হোসেন, জিআইটি পরিচালক আবুল মনছুর আহমদ, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ উদ্দিন রাশেল, সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ, বজলুর রশিদ এবং উক্ত প্রজেক্টের শিক্ষার্থী আশফাক উদ্দিন আরফাত ও মিজবাহ উদ্দিন সহ আরো অনেকে। শেষে সফল স্টুডেন্টদের অনুভূতি শোনেন অতিথিরা।
অতিঃ জেলা প্রশাসক অনুষ্ঠান শেষে মেন্টরিং সেন্টারের শুভ উদ্বোধন ঘোষনা করেন।