কওমি মাদরাসা শিক্ষা কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (মাস্টার্স) এর ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল ২৫ জুলাই মঙ্গলবার, বেলা ১১টায় ৯২ আরামবাগ, আল খালিফ টাওয়ারে (কাবিলা বিল্ডিং, ৭ তলা) আল-হাইআতুল উলয়ার দপ্তর থেকে তার ফলাফল প্রকাশিত হয়।
ঐ পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে ৬ টি কাওমী শিক্ষাবোর্ডের ৭৩৭ টি মাদরাসার সর্বমোট ১৯ হাজার ৪৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রথমবার অনুষ্ঠিত এই কেন্দ্রীয় পরীক্ষায় পাশের হার গড় ৮২.৮৫।
সেখানে সম্মিলিত মেধা তালিকায় ২০ তম স্থান অধিকার করেন উখিয়ার হাফেজ রিদওয়ানুল কাদির।
তাঁর মোট প্রাপ্ত নাম্বার ৮৯৬। আর প্রথম স্থান অর্জনকারীর মোট প্রাপ্ত নাম্বার হলো ৯৩২।
সারা বাংলাদেশের মেধা তালিকায় তিনি ২০ নাম্বার হলেও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মেধা তালিকায় তিনি ২য় স্থান অর্জন করেছেন।
তিনি জামিয়া ইসলামিয়া টেকনাফ থেকে আল-হাই’আর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং গ্রামের আব্দুল কাদেরের ৩য় সন্তান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।