এম আবু হেনা সাগর , ঈদগাঁও॥

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এই প্রথমবারের মত ঝাঁকজমক পূর্ণ পরিবেশে ৫ দিন ব্যাপী প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। ২৬ জুলাই বিকেলে ঈদগাঁও বাসষ্টেশস্থ জিআইটি কম্পিউটার ল্যাবে এ ট্রেনিং শুরু হয়।এটি উক্ত ল্যাবের তত্বাবধানে ঈদগাহ রিপোটার্স সোসাইটি সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ ট্রেনিং। আনুষ্ঠানিক যাত্রায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব সভাপতি ও কক্সবাজার নিউজ ডটকমের সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, ট্রেইনার এরফান হোসেন ও আবুল মনছুর আহমেদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন-এম আবু হেনা সাগর (দেশ-বিদেশ), এম শফিউল আলম আজাদ (দৈনন্দিন), শাহিদ মোস্তফা শাহিদ (সকালের কক্সবাজার), এইচ এম রুস্তম আলী (রূপালী সৈকত), আশফাক উদ্দিন আরফাত ( দেশের নিউজ), এম সরওয়ার শিফা (রূপসী গ্রাম), রফিক উদ্দিন লিটন (হিমছড়ি), হাফেজ বজলুর রহমান (সিটিএন নিউজ), আনোয়ারুল আজম খোকন ও রায়হানুল কবির সহ আরো অনেকে। ট্রেনিংয়ে ৫৭ ধারার সুবিধা-অসুবিধা, কপি রাইট সাংবাদিকতা, অনলাইন ও প্রিন্ট মিডিয়া গুরুত্ব বিষয়ক প্রাথমিক ধারনা প্রদান করা হয়। উল্লেখ্য যে, এ ট্রেনিং ৩১ জুলাই পর্যন্ত চলবে।