নুরুল আমিন হেলালী:
৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ইং ্এর কক্সবাজার সদর উপজেলার উত্তর জোনের বালক বালিকাদের ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বিকেল সাড়ে তিন ঘটিকার সময় ঈদগাহ বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে বালক হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ইছাখালী দাখিল মাদ্রাসা হ্যান্ডবলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৭-২ গোলের বিশাল ব্যাবধানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ান পাওয়ার গৌবর অর্জন করে।খেলার শূরু থেকেই ইছাখালী দাখিল মাদ্রাসা এক ছেটিয়া আধিপত্য বিস্তার করে দীর্ঘ দেহী খেলোয়াড় তারেক এবং আবু বক্কর সাতটি গোল করতে সম্মত হয়। পরবর্তীতে ঈদগাহ হাই স্কুলের খেলোয়াড়েরা গোল প্রবিশোধে মরিয়া হলেও তারা মাত্র দুইটি গোল করতে সক্ষম হয়। খেলার প্রথমার্ধে উভয় দল ২-১ গোলের ব্যাবধান থাকলেও বিরতির পর মাদ্রাসার খেলোয়াড়েরা পর পর আরো ৫টি গোল করে বিশাল ব্যাবধানে ঈদগাহ হাই স্কুলকে পরাজিত করে। এদিকে মাদ্রাসার ্ উক্ত বিজয়ে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাষ্টার আমান উল্লাহ ফরাজী,মাদ্রাসার সুপার মৌলানা নুুরুল আলম আকতারীসহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ খেলোয়াড়ের অভিন্দন জানিয়েছেন। অপরদিকে ২৬ জুলাই সকল ১১ টায় একই ষ্টেডিয়ামে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন বালক ফুটবল প্রতিযোগিতায় ইছাখালী দাখিল মাদ্রাসাকে ১-০গোলে হারিয়ে সদর উত্তরজুন চ্যাম্পিয়ন হয়েছে।২৭ জুলাই সকাল ১০ টায় ঈদগাহ জাহান আরা বালিকা বিদ্যালয় মাঠে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন বালিকা ফুটবল প্রতিযোগীতায় জাহান আরা বালিকা বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক ও বালিকা কাবাডি প্রতিযোগীতায় অন্যকোন প্রতিষ্ঠান অংশগ্রহণ না করায় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কাবাডি বালক/বালিকায় সদর উত্তরজোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী এবং বিজীত দলের খেলোয়াড়দের মাঝে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উত্তরজোন আহ্বায়ক ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এ.কে.এম আলমগীর, ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সম্মানিত অতিথি আবু তৈয়ব চৌধূরী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকতনের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম,সহকারী শিক্ষক তারিকুল ইসলাম জনি,ইসলামাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুচ্ছফা, ইছাখালী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী এমদাদ উল্লাহ, সহকারী শিক্ষক রশিদ আহমদসহ অন্যান্য শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।সব খেলার সার্বিক দায়িত্ব পালন করেন ও খেলা পরিচালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খাঁন , ঈদগাহ প্রেস ক্লাব সভাপতি ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকতনের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহম্মদ কবির।
জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ইছাখালী দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।