আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে দেশটির সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করার পর আল্লাহর দরবার হাত তুলে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান।
২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন।
পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, এ রায় আসার সঙ্গে সঙ্গেই আল্লাহকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করেন ইমরান।
পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ শুক্রবার এ রায় দিয়েছেন। বহুল আলোচিত এ রায় ঘিরেই সারা বিশ্বেরই সতর্ক দৃষ্টি ছিল পাকিস্তানের দিকে। দেশটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।