শফিক আজাদ, উখিয়া:
উখিয়া উপজেলার সীমান্ত ইউনিয়ন পালংখালী বিশিষ্ট সমাজ সেবক ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের পিতা হাজী আহমদ উল্লাহর নামাজে জানাযা সম্পান্ন হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ২৮ জুলাই শুক্রবার বিকেল ৩টার সময় পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মৌলানা আব্দুস সোবাহান।
জানাযায় দলমত নির্বিশেষে হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেন। জানাযায় উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের গরীব মেহনতি মানুষের প্রাণপ্রিয় নেতা, শিল্পপতি আলহাজ¦ মোহাম্মদ আনিসুর রহমান ইয়াহিয়া। উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা ইউনূছ বাঙ্গালী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম নুরুল বশর, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক আইয়ুবুল ইসলাম, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক মোরর্শেদ হোসেন তানিম, জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দীন, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ মনজুর, সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো ও শাহপুরী গার্ডেনের ম্যানেজার ছৈয়দ আলম, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন, ছাত্রলীগ নেতা ইব্রাহিম আজাদ, রুবেল, মামুন নিলয়, জোনাইদ, আলমগীর আলম নিশা, নুরুল ইসলাম, তারেক আজিজ সুজন, সাইফুল ইসলাম, বেলাল আহমদ জয়, সাইদুল আমিন টিপু প্রমূখ। জানাযায় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীগণ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ভাই, ৫ ছেলে, ৪ কন্যাসহ , অসংখ্য আতœীয়স্বজন ও গুণ গ্রাহী রেখে যান। তিনি গতকাল ২৮ জুলাই রাতে ৩টা ১৫মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।