ট্রফি নিয়ে দু দলের ক্রিকেটারদের উচ্ছ্বাসমাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে একমি রাজশাহী মাস্টার্স ও এক্সপো অলস্টারস মাস্টার্স। রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেসে যাওয়ায় দু দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে অলস্টারস। সর্বোচ্চ ৫৮ রান এসেছে রশিদুল হক সুমনের ব্যাট থেকে। একটি করে উইকেট নিয়েছেন মঞ্জুরুল ইসলাম ও আলমগীর কবির।
রাজশাহীর ইনিংসের শুরুতে বৃষ্টির বাধায় খেলা বন্ধঅলস্টারসের ইনিংস শেষে শুরু হয় বৃষ্টি। প্রায় সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হলেও বেশিক্ষণ ব্যাট করতে পারেনি রাজশাহী। ২ ওভার ১ বল খেলে ১ উইকেটে ২১ রান করার পর আবার বৃষ্টি নামলে সেখানেই ম্যাচের সমাপ্তি।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে অলস্টারসের সুমনের হাতে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের এহসানুল হক সিজান। ৪ ম্যাচে ১৬৪ রান করেছেন তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।