জালাল আহমদ, ঢাবি থেকে:
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টানা ৩ য় বারের মতো ভিসি মনোনীত হয়েছেন আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। এখন শুধু রাষ্ট্র পতির অনুমোদনের বাকি।
আজ বিকাল চারটায় ঢাবির সিনেট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে সিনেট প্রতিনিধিরা আগামী চার বছরের জন্য ঢাবির ভিসি পদে অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড.মো: কামাল উদ্দীন এবং অধ্যাপক ড. মো: আবদুল আজিজ কে মনোনীত করেন।
এর আগে ২০০৯ সালে আ আ ম স আরেফিন সিদ্দিক রাষ্ট্র পতি মনোনীত ভিসি হিসেবে দায়িত্ব পালন।
২০১৩ সালে সিনেট কর্তৃক নির্বাচিত হন এবং সর্বশেষ ২০১৭ সালে আবারো সিনেট কর্তৃক ভিসি পদে মনোনীত হন। ঢাবির ১০৫ জন সিনেট প্রতিনিধির মধ্যে ৫০ টি পদ খালি। বাকি ৫৫ জন প্রতিনিধির মধ্যে আজ বৈঠকে উপস্থিত ছিলেন ৪৮ জন।
এ দিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা আজকের এ সিনেট নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।