সংবাদদাতা:

কক্সবাজার সদরের ভারুয়াখালী মুফিদুল উলুম দাখিল মাদ্রাসায় ২০১৭ সনে এবতেদায়ী, জেডিসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং একই সাথে দাখিল পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাদ্রাসা মাঠে পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি সদস্য মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মো. নেজামুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাবাজার আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জাফর আলম ও এডভোকেট শওকত বেলাল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ডা: মো. ছৈয়দ নুর ও ডা: মো. জাফর আলম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সুপার হাফেজ নুরুল আমিন ও শহিদ তিতুমীর ইনস্টিটিউটের শিক্ষক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত করেন মো.হাসান এবং সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক লুৎফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এবতেদায়ী ও জেডিসিতে বৃত্তিপ্রাপ্ত ৭জন এবং দাখিলে কৃতকার্য ৬ জনকে সম্মানা প্রদান করা হয়।