তৌহিদুল আরব:
ফেসবুক কমেন্টসে সোনা লিখলে লাল হয়ে যাচ্ছে! সঙ্গে উঠছে ৮/১০ টি লাভ চিহ্ন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ-তরুণীরদের মাঝে ব্যাপক রম্য প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ সোনা নিয়ে যত গান আছে তা বিশ্লেষণ করছেন, কিউ সিনেমা, কিংবা কেউ মার্ক জুকার বার্গ বাংলাদেশের গুরুত্ব বুঝে এমন প্রযুক্তি ব্যবহার করছেন তার দক্ষতা নিয়েও আলোচনা করছেন।
সোনা নিয়ে তরুণদের কিছু মন্তব্য ফেসবুক থেকে তুলে ধরা হলো …
আবির নামের এক তরুণ লিখেছেন প্রায় ষাটের দশকে আব্দুল লতিফ সোনা সোনা সোনা, লোকে বলে সোনা গানটি লিখেন ও সুর করেন। জন্মভূমির সঙ্গে ভালোসায় সোনার ভূমিকা সবচেয়ে বেশী।
কবি আলাউদ্দিন আদর লেখেন, fbতে সোনা লিখলেই লাল হয়ে যাচ্ছে! বিশ্বাস না হলে কমেন্টে লিখে দেখুন
সাংস্কৃতিক কর্মী আল কাছির লিখেন, আজব সোনা মাইরি। ফেবু কি দিল? সোনা লিখলেই লাল হয়ে সোনা থেকে ভালবাসা ছড়াচ্ছে।
ওমর ফারুক: সোনা লিখলেই লাল হচ্ছে! এ কেমন সোনা! কমেন্ট করে দেখুন সোনা।
টুনটুনি তরণি: সোনা রে সোনা রে কাছে আয় না রে এ কেমন সোনা।
হাসিবুর রহমান: সাকা চৌধুরীর আত্মা কি ফেসবুকে এলো নাকি? মিয়া ঠিকই আছে, খালি সোনা লাল হয়ে গেছে !
ইয়াছিন আরাফাত: সোনা কিনু লাল!! মার্ক জুকার বার্গ বুঝেছেন।
আহমেদ কাওছার সান্নি: আমার হোমপেজ দেখি সোনা স্ট্যাটাস দিয়া ভরপুর । কাহিনী কি বুজলাম না সোনা !
জেসি ইসলাম: সোনা বন্ধু তুই আমারে করলিরে দিবানা, মনে তো মানে না, দিলে তো বোঝেনা…
আসিফুর রহমান: পরী’র ‘সোনা বন্ধু’ কে দেখেছেন। দেখলে কমেন্টসে সোনা লিখুন।
শুভ চৌধুরি: আমারে ছারিয়া সোনা পাখি কেমনে থাকোরে… তবে সাবধান ফেবুতে সোনা লিখবেন না।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।