শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার চাঞ্চল্যকর সাইফুল হত্যা মামলার মূল আসামী সাহাব উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ জুলাই বেলা ১১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহালের মোর্তজা হাসানের পুত্র।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশের সহযোগিতায় তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত চট্টগ্রাম থেকে তাকে নিয়ে আসা হচ্ছে বলে জানান। উল্লেখ্য, গত ১০ জুন ১৫ রমজান রাত আনুমানিক ১ টার দিকে ইউনিয়নের নতুন মহাল রহমানিয়া মাদ্রাসার পাশে ঘটে একই এলাকার বদিউর রহমানের পুত্র শিক্ষক সাইফুল ইসলাম (২৬)কে একই এলাকার মর্তুজার পুত্র শাহাব উদ্দীনের নেতৃত্বে আরও ৪/৫ জন দুর্বৃত্ত পুর্ব শত্রুতার জের ধরে উপর্যপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার পুর্বক কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।