মোঃ রেজাউল করিম, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ভোমরিয়াঘোনার বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী শফিকুর রহমান প্রকাশ শফিক হাজী ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
১ আগষ্ট দুপুর ২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি ৫ ছেলে, ২ মেয়ের জনক।
মরহুম শফিক হাজি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন।
মঙ্গলবার রাতে এ রিপোর্ট লিখার সময় তার মৃতদেহ চট্টগ্রাম থেকে ঈদগাঁওর উদ্দেশ্যে আনা হচ্ছিল।
উল্লেখ্য হাজী শফিক এলাকায় মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোক্তা ছিলেন। ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ সংলগ্ন মসজিদ নির্মাণে তার বিশেষ ভূমিকা রয়েছে। তিনি বাসস্টেশনের হাজী শফিক শপিং সেন্টারের স্বত্ত্বাধিকারী। মরহুমের ঘনিষ্ট সূত্র জানান, তার পুত্র জিয়াবুল হক পিতার জানাযায় অংশ নিতে সৌদিয়া থেকে বাংলাদেশে পৌঁছুলেই পারিবারিকভাবে জানাযার সময় নির্ধারণ করা হবে। তবে তার জানাযা ভোমরিয়াঘোনাস্থ তার প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান ঐ সূত্র। এদিকে ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ ইছমাইলের পিতার মৃত্যুতে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং এলাকার উন্নয়নে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অন্য এক বিবৃতিতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো. সিরাজুল হক এবং ঈদগাঁও নিউজ চেয়ারম্যান ও ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।