হুমায়ূন রশিদ, টেকনাফ:
টেকনাফের সেন্টমার্টিন কোস্টগার্ড জওয়ানেরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩লক্ষ পিস ইয়াবা বড়ি ও মাছ শিকারী ট্রলারসহ ৬জেলেকে আটক করেছে। এসময় ৩রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করা হয়।
সুত্রে জানা যায়,৩আগষ্ঠ দুপুর ১২টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই অভিযানের আদ্যেপান্ত তুলে ধরেন,টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার জাফর আলম সজীব। তিনি জানান,ভোররাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পয়েন্টে মিয়ানমার থেকে একটি মাছ শিকারী ট্রলার সন্দেহজনকভাবে জলসীমা অতিক্রম করায় সেন্টমার্টিন কোস্টগার্ড ষ্টেশনে দায়িত্বরত কর্মকর্তা সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ ও ধাওয়া করে মাছ শিকারী ট্রলারসহ মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার মেয়রকূল পাড়ার মৃত মকবুল হোসেনের পুত্র নাজির আহমদ (৬৫),মৃত সোলতান আহমদের পুত্র রহিম উল্লাহ (৫০),মৃত হাবিকুনের পুত্র মোঃ করিম (১৭),মৃত কাদের আহমদের পুত্র এনামূল হোসেন (১৬),মৃত মোহাম্মদের পুত্র মোঃ রফিক (১৪)ও মৃত রহিম উল্লাহর পুত্র মোঃ ফারুক (১৫)কে আটক করা হয়। এরপর ট্রলারটি তল্লাশী চালিয়ে ট্রলারের বিভিন্ন অংশে পাচারের জন্য লুকানো অবস্থায় ৩লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। যার বাজার মূল্য ১৫কোটি টাকা বলে জানানো হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক বহন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা লেঃ কমান্ডার ফখরুদ্দিন আহমেদ উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।