মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চকরিয়ার ডুলাহাজারা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মতবিনিময় করেছেন। নিরীক্ষা অধিদপ্তরের পরিদর্শক আব্দুস ছালাম আজাদের উপস্থিতিতে বুধবার (২আগষ্ট) দুপুর ১২টায় কলেজ মিলানায়তনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ সাক্ষাতের আয়োজন করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত কলেজটিতে দূরদূরান্তের প্রায় ২ হাজার শিক্ষার্থীদের পাঠদানের কথা জেনে শিক্ষামন্ত্রী, অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা জানান। মতবিনিময়ের এক পর্যায়ে নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক কোন ঘুষ বাণিজ্য বা প্রতারণা হচ্ছে কিনা তাও জানতে চেয়েছেন মন্ত্রী। এসময় ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিভিন্ন সমস্যা উপস্থাপনকালে শিক্ষার্থী যাতায়াত সুবিধার্থে একটি ‘বাস’ ব্যবস্থার আবেদন সহ মন্ত্রীকে সশরীরে এসে তাদের নতুন একাডেমিক ভবনটি উদ্বোধনের অনুরোধ জানান। আলাপের শেষ পর্যায়ে, পর্যায়ক্রমে দাবীগিলো পূরণের আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিদারুল ইসলাম, কলেজ প্রতিষ্ঠতা সদস্য আওয়ামীলীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী, আবদুল মতলব সিকদার, মাষ্টার রুকেন্দু বিকাশ দে, মাষ্টার রুকন উদ্দিন সহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।