প্রেস বিজ্ঞপ্তিঃ

পৌর বিএনপি’র পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহি কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি হচ্ছে এদেশের সবচেয়ে জনপ্রিয় দল। সরকার আগামী নির্বাচনে বিএনপিকে ভোটের বাইরে রাখতে নানারকম ষড়ষন্ত্র শুরু করেছে। সামনে অনেক বাধা-বিপত্তি আসতে পারে। এসব বাধা মোকাবিলা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই আন্দোলনের ডাক দেবেন আমরা ঐক্যবদ্ধভাবেই তার ডাকে সাড়া দেবো। এ জন্য এখন থেকেই আমাদের মাঠে থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে। কারণ জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে চেয়ে আছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রমকে প্রতিটি মহল্লায় মহল্লায় ছড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডঃ আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি আবুল কাসেম, জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুবদলের সদস্য কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ্, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান, সহ-সভাপতি নেজাম উদ্দিন, পৌর কাউন্সিলর আকতার কামাল, সালামত উল্লাহ্ বাবুল, মহিলা কাউন্সিলর হুমায়রা বেগম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রোমন, শহর যুবদলের সাবেক সভাপতি মসউদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এডঃ মনির উদ্দিন মনির, শহর যুবদল সভাপতি আজিজুল হক সোহেল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, পৌর বিএনপি নেতা, শামশুল আলম, কামাল উদ্দিন, শরাফত উল্লাহ্ বাবুল, ফকির আহমদ, ছাবের আহম্মদ, আব্দুল খালেক, মাস্টার মফিজুর রহমান, সুলতান আহম্দ, মাস্টার নুরুল আলম, হারুনর রশিদ, আনোয়ার কামাল, হাবিব উল্লাহ, নেওয়াজ উদ্দিন বাবুল, জসিম উদ্দিন, রুহুল আমিন, আবুল বশর বহদ্দার, নাজিম উদ্দিন, শাহ্ আলম, আমান উল্লাহ্ বাহাদুর, শাহ আলম (২), আইয়ুব আলী, সুলতান আহম্মদ লালু, করিম কাসেম, এম, সোবহান, মীর কাসেম বাদশা, সিকান্দার বাদশা, মাহাফুজুর রহমান, শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন, সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হকসহ বিএনপি. যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে পৌরসভায় দলের সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বেশ চাঙ্গা মনোভাব লক্ষ্য করা গেছে। সভা-সমাবেশ না থাকলেও বিএনপির এই ব্যতিক্রমী কর্মসূচি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।