হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের ঐতিহ্যবাহী প্রাচীণতম (স্থাপিত ১৯২৭ ইংরেজী) দ্বীনি শিক্ষা প্রতিষ্টান হ্নীলা জামিয়া দারুসসুন্নাহ’য় ২দিন ব্যাপী ক্বেরাত প্রতিযোগিতা ৩ আগস্ট বৃহষ্পতিবার সকালে সম্পন্ন হয়েছে।
জামিয়া মসজিদে অনুষ্টিত ক্বেরাত প্রতিযোগিতার আনুষ্টানিক উদ্বোধন করেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন। কক্সবাজার তনজীমুল উম্মাহ’র পরিচালক হাফেজ মাওঃ রিয়াজ হায়দর, ক্বারী আবদুর রশিদ, মজলিশে শূরার সদস্য আলহাজ্ব মাওঃ ফরিদ আহমদ, আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মাওঃ ক্বারী ফরিদুল আলম বক্তব্য রাখেন।
জামিয়ার ভারপ্রাপ্ত মুহতমিম আলহাজ্ব মাওঃ মুপ্তি আলী আহমদ জানান শিক্ষার্থীদের বিশুদ্ধভাবে পবিত্র কুরআন শিক্ষার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে জামিয়ার ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় ৫ জন ১ম স্থান, ১০ জন ২য় স্থান এবং ১৫ জন ৩য় স্থান লাভ করে। ৩ আগস্ট বৃহষ্পতিবার সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৪টি অধিবেশনে সভাপতিত্ব করেন আল্লামা মুপ্তি আবদুস শুকুর, শায়খুল হাদীস মাওঃ হানিফ রাগেব, আল্লামা ক্বারী মোখতার আহমদ ও মাওঃ মহমুদুল হাছন।
এদিকে মজলিশে শূরার সদস্য এবং স্থানীয় বাসিন্দাগণ জানান আলহাজ্ব মাওঃ মুপ্তি আলী আহমদ জামিয়ার ভারপ্রাপ্ত মুহতমিমের দায়িত্ব দেয়ার পর সব দিক দিয়ে উন্নতির দিকে ধাবিত হচ্ছে।
হ্নীলা জামিয়া দারুসসুন্নাহ’য় ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।