যারা গীটার বাজান, কিংবা গীটার শেখার জন্য কোন কালে খোঁজ খবর নিয়েছেন, তারা
Sazzad Arefeen এর নাম অবশ্যই শুনে থাকবেন। ঢাকার প্রথম সারির গীটার স্কুল গুলোর একটা হল তার
Guitar Never Lies। পুরো দেশ জুড়ে তার ছাত্রছাত্রীরা সুনামের সাথে বিভিন্ন ব্যান্ড এবং শিল্পীদের সাথে গীটার বাজিয়ে যাচ্ছে। সাজ্জাদ আরেফিন এক সময়
Warfaze এবং
Metal Maze এর মত জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ডের সাথে বাজিয়েছেন। ওয়ারফেজের “মহারাজ” অ্যাল্বামে তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তার বর্তমান ব্যান্ড
De-illumination আপাতত লাইনাপ জনিত কারনে ইন্যাক্টিভ। গত বছর আজব রেকর্ডস থেকে বেরিয়েছে তার সলো গীটার ইন্সট্রুমেন্টাল অ্যাল্বাম “অপারেশন অ্যাংরিমেশিন”। বের হওয়ার সাথে সাথেই দেশে -বিদেশের শিল্পী ও শ্রোতাদের দৃষ্টি কাড়তে সক্ষম হয় এটি। গীটার নিয়ে একসময় এবিসি রেডিওতে শো ও করেছেন। স্টার সার্চে পেয়েছিলেন সেরা গিটারিস্টের তকমা, আর সিটিসেল মিউজিক এ্যাওয়ার্ডে সেরা সাউন্ড ইঞ্জিনিয়ারের সম্মাননা।
সম্প্রতি বিশ্ব বিখ্যাত গীটার ব্র্যান্ড
Schecter Guitars বাংলাদেশে তাদের অফিসিয়াল আর্টিস্ট হিসেবে বেছে নিয়েছে সাজ্জাদ আরেফিনকে। সেকটার গিটারের অফিসিয়াল আর্টিস্টদের মধ্যে রয়েছেন আর্চ এনেমি, এভেঞ্জড সেভেনফোল্ড, পাপা রোচ এর মত বিখ্যাত ব্যান্ডের শিল্পীরা। অবশ্য সাজ্জাদ আরেফিনের জন্য ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট এই প্রথম নয়। এর আগে আরেকটি বিখ্যাত ব্র্যান্ড
Blackstar Amplification তাকে তাদের অফিসিয়াল আর্টিস্ট করেছিল।
এই সুখবর উদযাপন করতে বসুন্ধরা সিটির মিউজিকাল ইন্সট্রুমেন্টের দোকান “ওয়ার্ল্ড মিউজিক” দিচ্ছে বিশেষ অফার। যে কোন সেকটার গীটার কিনলেই সাথে ফ্রি পাওয়া যাবে একটি টিউনার এবং একটি প্যাডেড ফোম ব্যাগ। এই সুযোগ ইদ উল আযহা পর্যন্ত। (শর্ত প্রযোজ্য)
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।