প্রেসবিজ্ঞপ্তি
কক্সবাজারে প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্টান প্রথমার উদ্যোগে ৬দিন ব্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি ( শহীদ দৌলত ময়দানে)মিলনায়তনে বিকাল ৩ টায় বইমেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।মেলা চলবে আগামি ১৩ আগস্ট রাত ৮টা পর্যন্ত।

গত বছরও একই স্থানে প্রথমার উদ্যোগে ৬দিন ব্যাপী বইমেলা অনুষ্টিত হয়েছিল।তখন বিপুল সংখ্যক বইপ্রেমির সমাগম ঘটেছিল।

মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনের বই এবং দেশি বিদেশি বইয়ের বিশাল সমারোহ থাকবে।প্রথমা প্রকাশনের বই কিনলে ছাড় থাকবে ৩০% থেকে ৬০%। এছাড়াও বেঙ্গলের বইতে ছাড় থাকবে ২৫% থেকে ৫০% এবং অন্যান্য প্রকাশনীর বইতে ছাড় দেয়া হবে ২৫%।বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বইমেলা আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। বইমেলা আয়োজন কমিটির আহবায়ক ও জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ইতিমধ্যে বইমেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।বইমেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, শিশু কিশোর উপন্যাস, বাংলা সাহিত্য, আওয়ামীলীগ, বিএনপির রাজনীতি, বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, বিজ্ঞান, গণিতসহ নানা বিষয়ে বইয়ের সমাহার থাকবে।