মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরস্ত খান বলেছেন, দেশের মানুষের কল্যাণের জন্য নতুন নতুন সেবা নিয়ে আরো বেশি কাজ করবে ইসলামী ব্যাংক। উচ্চ শিক্ষিত নারীদের উচ্চ পদমর্যদায় আরো বেশি নিয়োগ বাড়ানো হবে। একটি কুচক্রীমহল চেষ্টা করেছিল ইসলামী ব্যাংক জঙ্গী অর্থায়নে জড়িত। তাদের চেষ্টা সফল হয়নি। জঙ্গী অর্থায়নের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ব্যাংক দারিদ্র বিমোচনে আরও বেশি কাজ করবে। গত ৬ আগস্ট রোববার সকাল ১০টায় ইসলামী ব্যাংকের ৩২৩ তম শাখার সাতকানিয়া সদরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, ব্যাংকের পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল করিম, পরিচালক প্রফেসর মো. নাজমুল হাসান, মোহাম্মদ মাহবুব উল আলম, সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জোবায়ের, মো. নিজামুল হক, মো. নাজিম উদ্দিন ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সাতকানিয়া আলীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপল মুনিরুল আলম। শেষে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন আরস্ত খান।