সংবাদ বিজ্ঞপ্তিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দ্রুত ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে উখিয়া উপজেলা ছাত্রলীগ। উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে মঙ্গলাবার সকাল ১১টায় উখিয়া স্টেশন চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উখিয়া উপজেলা প্রশাসনকে বঙ্গবন্ধুর ফাসির দন্ড প্রাপ্ত বিদেশ পলাতক খুনীদের অবিলম্বে ফিরিয়ে এনে ফাসি কার্যকর করার দাবীতে স্মারকলিপি প্রদান করে। এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন, কৃষকলীগ নেতা আক্তার উদ্দিন টুনু, ছাত্রলীগ সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন, সহ সভাপতি ইব্রাহিম আজাদ, ছাত্রলীগ নেতা জুলহাস উদ্দিন টিপু, সাইদুল আমিন টিপু, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল প্রমূখ।