শাহেদ মিজান, সিবিএন:
প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে মারধরের দায়ে কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ কায়সার নোবেলের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে মারধরের শিকার খোরশেদ আলম বাদী হয়ে এজাহার দায়ের করার পর প্রক্রিয়া শেষে মামলাটি রুজু করেন পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মারধরের শিকার খোরশেদ আলম বলেন, ‘কয়েকদিন আগে কাউন্সিলর নোবেল তার রুমে দায়িত্ব প্রাপ্ত অফিস সহকারিকে সরিয়ে অন্য আরেকজনকে দেয়ার জন্য বলেন। তার কথা মতো অফিস সহকারি সরিয়ে অন্য আরেকজনও দেয়া হয়েছে। কিন্তু মঙ্গলবার সবাই ব্যস্ততার কারণে পুরনো অফিস সহকারি কাউন্সিলরের রুমে চা-নাস্তা নিয়ে যায়। এসময় কাউন্সিলর নোবেল অতর্কিতভাবে আমাকে ডেকে গালিগালাজ করতে থাকে। এমন গালিগালাজের কারণ জানতে চাইলে; এক পর্যায়ে আমাকে মারধর ও থাপ্পর মারেন। তাই আমি নিজে বাদি হয়ে থানায় মামলার এজাহার দায়ের করেছি।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বলেন, ‘বাদির দায়ের করা এজাহারটি গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।