সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ ইসমাঈল। বয়স আনুমানিক ২ বছর। পিতা-মোঃ হোসেন আলী, মাতা-মসুদা খাতুন। ঠিকানা পশ্চিম শাহআহমেদের পাড়া, রামু কক্সবাজার। গায়ের রং কালো। পড়ালেখা জানেনা।
সে গত ২৫/০৫/২০১৭ইং বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামস্থ ৩৪ ফজল ট্রাজ ম্যানশন, কে বি ফজল কাদের রোড়, পাঁচলাইশ আবাসিক এলাকার শফিউল আজম খাঁন (বিকে আজম) এর বাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। আজ অবধি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ বিষয়ে গত ২৬/০৫/২০১৭ ইং চট্রগ্রামের পাচঁলাইশ থানায় জি.ডি করা হয়। যার নং ২১১৩।
কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান সন্ধানপ্রার্থী শফিউল আজম খাঁন (বিকে আজম) (ফোন নং ০১৮৫৫-৯০০৬০০) ও আনচার খাঁন-(০১৮৭৬-০০০০১৫)।
আড়াই মাস ধরে নিখোঁজ মোঃ ইসমাঈল, সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।