হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সড়কে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবা বড়ি ও সিএনজিসহ গাড়ির চালককে আটক করেছে। ইয়াবা বড়িসহ আটক ব্যক্তি অটোরিক্সা চালক হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত ফজল করিমের পুত্র মোঃ ফরিদ আলম (৪০)।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁিড় আইসি এসআই জামাল হোসেন জানান, ১০ আগষ্ট সকাল সাড়ে ৯টার দিকে হ্নীলা হতে কক্সবাজারগামী সিএনজি (কক্সবাজার-থ-১১-২০৬৪) হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে কাঠের ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৩ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এরপর ইয়াবা বড়ি বহনের দায়ে অটোরিক্সা চালক হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার মৃত ফজল করিমের পুত্র মোঃ ফরিদ আলম (৪০)কে আটক করা হয়। ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ায় হ্নীলা মোরা পাড়ার মৃত আবুল হোছনের পুত্র নুর আলমকে পলাতক আসামী করে মামলা দায়েরের পর ধৃত ইয়াবা পাচারকারী ও সিএনজি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।