খালেদ হোসেন টাপু,রামু :

কক্সবাজারের রামু’র মরিচ্যা যৌথ চেকপোষ্টে ৭৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বিজিবি। শনিবার (১২ আগষ্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উখিয়া ষ্টেশন থেকে কক্সবাজারমুখী ম্যাজিক চট্টমেট্রোÑছ-১১-৩৪৫১ গাড়ীটি তল্লাশী চালিয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি জওয়ান এসব ইয়াবাসহ আবু তাহের নামে এক পাচারকারীকে আটক করে। আটক আবু তাহের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়াপাড়ার মৃত ছৈয়দ মিয়ার পুত্র। এদিকে মরিচ্যা পোষ্টের দায়িত্বরত নায়েব সুবেদার মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।