হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
পলিথিনে মোড়ানো ব্রীজের নীচে ফেলে দেয়া এক নবজাতকের মৃত দেহ উদ্ধার করে দাফন করা হয়েছে। প্রশাসনের নির্দেশে নবজাতককে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় এলাকা জুড়ে তোলপাড় চলছে। স্থানীয় মেম্বার আব্দুল গফফার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান ১৩ আগস্ট রবিবার বেলা ১১টার দিকে কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুলতান আহমদসহ কিছু লোক উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী এলাকার আরাকান রোড়স্থ ব্রীজের নীচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতক দেখতে পান। সাথে সাথে তাঁরা পলিথিনে মোড়ানো নবজাতকটি উদ্ধার করেন। তার আগেই নবজাতকটি মারা যায়। কে বা কারা রাতের আঁধারে নিষ্পাপ শিশুটি ব্রীজের নীচে ফেলে দেয়।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল গফফার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রীজের নীচ থেকে উদ্ধার করা নবজাতককে থানা পুলিশের নির্দেশক্রমে স্থানীয় কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে। তবে কে বা কারা নিষ্পাপ নবজাতকটি ফেলে দিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।