অাবুল কাশেম সাগর,রামু :
কক্সবাজারের রামু উপজেলার অন্যতম সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকের উল্লাহ’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৪ অাগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ে অায়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল অালম বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা নগরী হিসেবে পরিচিত রামু উপজেলার রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় বিগত কয়েক বছরে শতভাগ ভাল ফলাফলে সুনাম অর্জন করেছে। বর্তমান কক্সবাজার সদর রামু অাসনের সাংসদ অালহাজ্ব সাইমুম সরওয়ার কমল সারা দেশের মধ্যে রামুকে শিক্ষা নগরী হিসেবে সুখ্যাতি অর্জনে যে পরিকল্পিত কাজ করে যাচ্ছে তা প্রসংশনীয় বলে উল্লেখ করেন। তিনি বিদ্যালয়ের অবসরকালীন বিদায়ী শিক্ষক জাকের উল্লাহর ত্যাগ ও অান্তরিত প্রচেষ্টায় একই বিদ্যালয়ে সুনামের সহীত দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের পাশপাশি ব্যক্তিগত ভাবে সহযোগিতার অাশ্বাস প্রদান করেন। তরুণ সংবাদকর্মী অাবুল কাশেম সাগর’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের জমি দাতা সদস্য হাজ্বী ওমর মিয়া। শুরুতে প্রধান অতিথি ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল অালমকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৌলানা অাবু তাহের। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল অাবছার। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পলি বড়ুয়া। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার মাঝে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা নাছিমা অাক্তার ও অাক্তার অালম। এসময় উপস্থিত ছিলেন, রামু লম্বরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাবেক ইউপি মেম্বার অাবদুল হাকিম, ডাক্তার শফিকুল ইসলাম, জয়নাল অামিন, হাজ্বী বাচা মিয়া, হাজ্বী ছুরুত অালম, বক্তার অাহমদ, মীর অাহমদ,নুরুল হক, রামু ডিগ্রী কলেজের অনার্স বিভাগের অফিস সহকারী মইন উদ্দীন কাদেরী, সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিবাবকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি। রামু মজাহারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার পরিচালক মৌলানা মোহাম্মদ হারুণ এর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
সাত ঘরিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকের উল্লাহ’র বিদায় সংবর্ধনা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।