সেলিম উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ইসলামপুর নাপিতখালী বনবিট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বনবিভাগের লোকজন ১টি অবৈধ বসত ঘর, সামাজিক বাগানে অবৈধ ঘেরাবেড়া উচ্ছেদ ও ১একর জায়গা দখলমুক্ত করেছেন। তবে এতে কেউ আটক হয়নি। সোমবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় নাপিতখালী বনবিট এলাকার ২০০১ সনের সামাজিক বনায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ। অভিযানে ফুলছড়ি রেঞ্জ সহকারী বন সংরক্ষক মুহাম্মদ বেলায়ত হোসেন, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো:আবদুর রাজ্জাক, ফুলছড়ি বনবিট কর্মকর্তা হাবিবুর রহমান, নাপিতখালী বনবিট কর্মকর্তা আজমল হোসেন মন্ডল, সংশ্লিষ্ট বিটের বন প্রহরী, হেডম্যান, ভিলেজাররা অংশ নেন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০১ সনের সামাজিক বনায়নে অবৈধ বসতঘর, অবৈধ ঘেরাবেড়া উচ্ছেদ ও ১ একর জায়গা দখলমুক্ত করেছি। জবর দখলকারীদের বিরুদ্বে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।